জয়পুরহাটের আক্কেলপুরে ধানক্ষেত থেকে দুর্লভ একটি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। এ সময় পাখিটির দুই ডানায় গুলির ক্ষত পাওয়া গেছে। পরে পার্শ্ববর্তী পশু হাসপাতালে নিয়ে পাখিটির প্রাথমিক চিকিৎসা করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে চারটার বদলগাছী উপজেলার কেশাইল সালুককুড়ি গ্রামের ধানক্ষেত থেকে ঈগল পাখিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিজ জমির ধানক্ষেত পরিচর্যা করতে যায় ওই গ্রামের মো. সাব্বির হোসেন ও গোলাম রব্বানী। এ সময় তারা ধানক্ষেতের পাশে ঈগল পাখিটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে পাখিটির কাছে গিয়ে দেখতে পান দুই ডানায় গুলির ক্ষত। এ সময় তাৎক্ষণিকভাবে তারা পাখিটিকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের গেটে নিয়ে যান। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় হাসপাতাল বন্ধ ছিল। পরে উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মো. মনজুরুল হাসান সুমন পাখির প্রাথমিক চিকিৎসা করেন। চিকিৎসা শেষে পাখিটি কিছুটা সুস্থ হয়। এ সময় পাখিটিকে দেখতে ভিড় করে উৎসুক জনতা।
ঈগল পাখি উদ্ধারকারী মো. সাব্বির হোসেন বলেন, আমি বাড়ি থেকে ধানক্ষেতে গিয়ে দেখি একটি ঈগল পাখি পড়ে আছে। হাতে নিয়ে দেখি দুই ডানাতে গুলি লাগা। এ সময় পাখিটিকে আহত অবস্থায় পশু হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য। কেউ যদি পাখিটিকে নিয়ে লালনপালন করে তাকে দিয়ে দিব।
স্থানীয় আরেক বাসিন্দা মোশারফ হোসেন বলেন, আমার নিজ হেফাজতে রেখে পাখিটার চিকিৎসা করব। সুস্থ হলে ছেড়ে দিব।
আক্কেলপুর উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মো. মনজুরুল হাসান সুমন বলেন, একটি ঈগল পাখি তারা আহত অবস্থায় নিয়ে আসেন। দুই ডানাতে দেখি ক্ষতের চিহ্ন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করব যাতে পাখি শিকার বা মারা থেকে বিরত থাকে।