এ ছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো ৭৯টি মামলার মধ্যে ‘ফুল কেস’ ৪১টি, ‘হাফ কেস’ ৩৮টি ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫২টি মামলার মধ্যে ‘ফুল কেস’ ৬৫টি, ‘হাফ কেস’ ১৮৭টি।
ঢাকার ল্যাবরেটরির উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, সেপ্টেম্বরে ১০৯টি, অক্টোবরে ১০৫টি ও নভেম্বরে ৭৭টি কেস এসেছে। আর চট্টগ্রামের ল্যাবরেটরিতে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে এসেছে যথাক্রমে ২৪৯, ২৫৯ ও ২৩০টি কেস।
‘হাফ কেস’ পরীক্ষায় যেসব সংকট
ঢাকার কেরানীগঞ্জে গত ৯ আগস্ট রাস্তা থেকে তুলে নিয়ে দুই তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়। ছয় আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন দুজন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাধারণত সব আসামির ডিএনএ পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত মামলার অভিযোগপত্র দেওয়া হয় না। তবে যদি আসামিদের কোনোভাবেই গ্রেপ্তার করা না যায়, সে ক্ষেত্রে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি বলে জানান তিনি।