Homeদেশের গণমাধ্যমেদেশে ধর্মীয় কোনো বৈষম্য নেই: ধর্ম উপদেষ্টা

দেশে ধর্মীয় কোনো বৈষম্য নেই: ধর্ম উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের প্রিয় দেশে ধর্মীয় কোনো বৈষম্য নেই। আগামী দিনে অনেক চ্যালেঞ্জ আসবে, সব ধর্মের মানুষ একসঙ্গে মোকাবিলা করবো।

সোমবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালীর কুয়াকাটায় বিভিন্ন ধর্মাবলম্বী ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ শেষে তিনি একথা বলেন।

কুয়াকাটায় জামিয়া মুহিউসসুন্নাহ কমপ্লেক্সে ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে রাখাইন, হিন্দু, খ্রিষ্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র তুলে দিয়ে আ ফ ম খালিদ হোসেন বলেন, বেশিদিন ক্ষমতায় নেই। কিছু সংস্কার কাজ করে নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা নিরসন, অর্থনীতিকে সমৃদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেবো। দায়িত্ব গ্রহণের পর আমরা একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। আল্লাহর রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিছবাহ। শীতবস্ত্র বিতরণ শেষে সন্ধ্যার পর আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ওয়াজ মাহফিলে যোগ দেন উপদেষ্টা।

আসাদুজ্জামান মিরাজ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত