Homeদেশের গণমাধ্যমেদুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক

দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক


সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। তারা হলেন মো. আল আমিন ও রেজাউল গাজী বাবু।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তার দলবল নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে কোস্ট গার্ড বেইস মোংলা ও নৌবাহিনীর সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বনের ভেতরে পালিয়ে যায়। পরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে শরীফ বাহিনীর সহযোগী আল আমিনকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গোলা ও ছয় রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়। পরবর্তী সময়ে আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে খুলনা থেকে পুলিশ এবং কোস্ট গার্ডের সমন্বয়ে আরেক সহযোগী রেজাউল গাজী বাবুকে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ দিয়ে সহযোগিতা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, উদ্ধার অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

টিটি/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত