গত কয়েক বছর দুবাইয়ে বেশি থাকেন সুজানা। একটা সময় পরিচয় হয় সৈয়দ হক নামের এই ব্যবসায়ীর সঙ্গে। আজ দুবাই থেকে বিয়ের খবর নিশ্চিত করে সুজানা জানান, গত ২২ আগস্ট দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। তাঁর স্বামীর নাম সৈয়দ হক। তিনিও দুবাই থাকেন, পেশায় একজন ব্যবসায়ী।
সাত বছর ধরে স্বামী সৈয়দ হকের সঙ্গে পরিচয় সুজানার। তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না উল্লেখ করে সুজানা জানালেন, পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছে। সুজানা বলেন, ‘আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না। তাই বিয়ের খবরটি তখন জানানোর মতো অবস্থা ছিল না। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার, তাই আমাদের দুই পরিবার অবগত।’