‘আমরা আসলে ভাবতেই পারিনি মানুষ আমাদের এভাবে মনে রাখবে,’ বলেন গিটারিস্ট ইফাজ। বর্তমানে তিনি নেমেসিস ব্যান্ডের সদস্য।
‘আরেকটা রক ব্যান্ড’–কে আবারও মঞ্চে নিয়মিত পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের জবাবে রিয়াসাত বলেন, ‘মঞ্চে তো আর উপস্থিত থাকা সম্ভব নয়। বড়দিনের ছুটির শেষেই লস অ্যাঞ্জেলসে ফিরে যেতে হবে। তবে সেখান থেকেই স্টুডিওর কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’
কনসার্টের আয়োজক ঋভু মুস্তফা জানান, ব্যান্ডের সদস্যদের পুনর্মিলনকে কেন্দ্র করেই কনসার্টটি আয়োজন করা হচ্ছে।