Homeদেশের গণমাধ্যমে‘দরজা ভেঙে ভেতরে দেখি বাবার গলা কাটা মরদেহ’

‘দরজা ভেঙে ভেতরে দেখি বাবার গলা কাটা মরদেহ’


নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়কে (৬২) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় তার পরিবার নিয়ে থাকতেন।

উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা না খোলায় লক ভেঙে ভেতরে প্রবেশ করি। ভেতরে গিয়ে বাবার গলা কাটা মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বন্দর থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় কাজ করেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বাসায় ঢুকে আবার সাড়ে ৯টার মধ্যে চলে যান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসিরউদ্দিন কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত