দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর নাসের ব্রিগেডের রকেট ইউনিটের কমান্ডার জাফর খাদের ফাওরকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (২ নভেম্বর) হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। তবে হামলার বিষয়ে বিস্তারিত জানায়নি সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ফাওর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের ওপর একাধিক হামলার জন্য দায়ী ছিলেন। এছাড়া গত ৮ অক্টোবর তার নির্দেশেই লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছুড়ে মারা হয়েছে বলেও দাবি করেছে আইডিএফ।
তবে ফাওরের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য বা তার মৃত্যু নিশ্চিত করেনি হিজবুল্লাহ।