মূল কাজটা স্পিনাররা করবেন। পেসাররা থাকবেন সহযোগী হিসেবে, যাঁদের মূল কাজ বলটাকে দ্রুত পুরোনো করা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এই ‘নিয়ম’ মেনেই খেলে এসেছে এত দিন। বিশেষ করে দেশের মাটিতে, যেখানে একজন পেসারও না নিয়ে চারজন স্পিনার নিয়ে খেলছিল বাংলাদেশ। তবে দিন বদলে যাচ্ছে, আর সেটি খুব দ্রুতই। ২০২৪ সালটাই যার সবচেয়ে বড় প্রমাণ। এ বছর যে ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ, তাতে স্পিনারদের পেছনে ফেলে উজ্জ্বল বাংলাদেশের পেসাররা।
টেস্টে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও গড়ে ফেলেছেন তাসকিনরা, পেয়েছেন ৮২ উইকেট। ছাড়িয়ে গেছেন ২০২২ সালের ৫৫ উইকেটকে। তবে প্রশ্ন উঠতে পারে, এই দুই সালেই বাংলাদেশ সবচেয়ে বেশি ১০টি করে টেস্ট খেলেছে, উইকেটসংখ্যা তো বেশি হবেই!