ম্যারাথনটি ঢাকার ৩০০ ফুট সড়কের পাশে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি থেকে শুরু হয়ে ৩০০ ফুট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে একই রাস্তায় ফেরত এসে নৌবাহিনীর ঘাঁটিতে শেষ হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি, গণমাধ্যম ব্যক্তিরা ও ম্যারাথনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দৌড়বিদেরা উপস্থিত ছিলেন।