বাইরে ডিজিটাল মাধ্যমে স্বাধীন শিল্পীদের গান প্রকাশের চল বেশ পুরোনো। তবে দেশে এই ঢেউ অনেক পরে লেগেছে। ‘নরম কোমল দিলরুবা’, ‘একা বেঁচে থাকতে শেখো প্রিয়’ গানের শিল্পী আসির আরমান বলছেন, ২০১৫ সাল থেকে এই চলটা দেখছেন তিনি। পরে তিনিও ইউটিউবে গান প্রকাশ শুরু করেছেন।
সংগীত–গবেষক গৌতম কে শুভ বলছেন, রেকর্ড লেবেলের বাইরে ডিজিটাল মাধ্যমে গান করেই স্বাধীন শিল্পীরা পরিচিতি পাচ্ছেন। এসব শিল্পীর অনেকে নিয়মিত কনসার্টও করছেন। এটি খুবই ইতিবাচক বিষয়। ২০২০ সালের পর থেকে ইউটিউবে গান প্রকাশের চলটা আরও বেড়েছে বলে মনে করেন গৌতম কে শুভ।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করলে গানের নিরাপত্তাও অটুট থাকে। লাইসেন্স করে কোনো গান প্রকাশ করলে অন্য কেউ গানের অপব্যবহার করতে পারেন না। সংগীতশিল্পী আসির আরমান বলছেন, ‘লাইসেন্স করে প্রকাশ করলে গানটা অন্য কেউ নিজের নামে চালাতে পারবে না। গানের নিয়ন্ত্রণটা নিজের কাছেই থাকে।’
বিভিন্ন লাইসেন্সিং প্ল্যাটফর্মে লাইসেন্স করা যায়। এদের প্ল্যাটফর্মের মাধ্যম স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে গান প্রকাশ করা যায়।