Homeদেশের গণমাধ্যমেডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেফতার ৫

ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেফতার ৫


রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ককটেলসহ পেশাদার ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. সোহেল হাওলাদার (২৯), মো. রাজা (৩২), মো. শাহাদাৎ হোসেন (৩৬), মো. আব্দুল মান্নান (২৯) ও মো. সুজন (৩০)। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি রামদা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড-৫ এর শহীদ জিয়া কলেজের উত্তর পাশে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ৩/৪ জন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্র ও ককটেলসহ উল্লেখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

টিটি/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত