Homeদেশের গণমাধ্যমেডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


অবিলম্বে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১০টা থেকে এই কর্মসূচি পালিত হয়। এসময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রতিদিন টানা দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের ‘ডাকসু আমার অধিকার-বাধা দেয় সাধ্য কার’, ‘ডাকসু চাই ডাকসু চাই-দিতে হবে দিতে হবে’, ‘আওয়ার ডাকসু আওয়ার রাইট-লেটস ফাইট লেটস ফাইট’, ‘গণরুম না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘টেম্পু না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘দালালি না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘চাঁদাবাজি না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘সন্ত্রাসী না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘লেজুড়বৃত্তি না ডাকসু-ডাকসু ডাকসু’, ‘প্রটোকল না ডাকসু-ডাকসু ডাকসু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে অংশ নিয়ে তাহমীদ আল মুদাসসির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবনা নিয়েছে কিন্তু কোনো ধরনের রূপরেখা শিক্ষার্থীদেরকে তারা দেখাতে পারেনি। এটা এই প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা। একটি দল বলছে যে, আওয়ামী সদস্য থাকা সিন্ডিকেটের মাধ্যমে ডাকসু নির্বাচন মেনে নেওয়া হবে না। আসলে এই কথার মাধ্যমে এক ধরনের প্যারাডক্সের সৃষ্টি করা হয়েছে কারণ বর্তমান অডিয়েন্সের মাধ্যমে সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। কিন্তু আমরা দেখিয়েছি কীভাবে এই সিন্ডিকেটের অধীনেই আওয়ামী লীগের দোসরদের ছাড়াই ডাকসু নির্বাচন করা সম্ভব।

সাইয়েদুজ্জামান নূর আলভী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরকে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে আল্টিমেটাম দিয়েছি। কিন্তু তারা এখনো ডাকসুর কোনো ধরনের রোডম্যাপ ঘোষণা করতে পারিনি। যদি এই প্রশাসন ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে না পারে তাহলে এই প্রশাসনের বিরুদ্ধেও কঠোর আন্দোলন গড়ে তুলতে আমাদের একটুও দেরি হবে না।

সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, হলের শিক্ষার্থীরা নিজেদের সমস্যা নিজেরাই স্ব-উদ্যোগে সম্পাদন করছেন। সকল শৃঙ্খলা তারা ফিরিয়ে এনেছে। অথচ এটি হওয়া উচিত ছিল ডাকসুর মাধ্যমে।

তিনি বলেন, আপনারা বিশ্ববিদ্যালয় সংস্কার করতে চান কিন্তু আপনারা কি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াই তা করবেন? আপনাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট কোথায়?

কর্মসূচি ঘোষণা করে মাহিন বলেন, এখন থেকে ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রতিদিন টানা কর্মসূচি পালিত হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিশাল মিছিল নিয়ে সন্ধ্যা ৬টায় ভিসি চত্বরে শিক্ষার্থীরা সমবেত হবে বলে জানান তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত