এ সময় শিক্ষার্থীরা ‘ডাকসু যারা চায় না, শিক্ষার্থীদের শত্রু তারা’, ‘এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার’, ‘দিতে হবে দিতে হবে, ডাকসু দিতে হবে’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, ‘গণতান্ত্রিক ডাকসুর যাঁরা বিরোধিতা করেন, তাঁদের জায়গা এই ক্যাম্পাসে হবে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আহনাফ সাঈদ খান বলেন, ‘ক্যাম্পাসে সবার প্রতিনিধি থাকলেও ছাত্রদের কোনো প্রতিনিধি নেই। আমরা ডাকসুর মাধ্যমে ছাত্রদের প্রতিনিধি নির্বাচন করতে চাই।’