Homeদেশের গণমাধ্যমেডর্টমুন্ডের কাছে বড় হারেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা

ডর্টমুন্ডের কাছে বড় হারেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা


বার্সেলোনার বুকের উপরে চেপে বসা বড় পাথর যেন নেমে গেলো। বেঞ্চে বসে লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কিদের কপালের ভাঁজ মিলিয়ে গেলো শেষ বাঁশি বাজতেই। সিগনাল ইদুনা পার্কে সেরহৌ গুইরাসির হ্যাটট্রিকে বরুসিয়া ডর্টমুন্ডের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আভাস কাতালান জায়ান্টদের শঙ্কার মুখে ফেলেছিল। শেষ পর্যন্ত সেমিফাইনালে ওঠার আনন্দে মেতেছে স্প্যানিশ জায়ান্টরাই। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরেছে বার্সা। তবুও প্রথম লেগে ৪-০ গোলে জেতায় দুই লেগে ৫-৩ গোলের অগ্রগামিতায় শেষ চারে ঠাঁই হয়েছে তাদের। ছয় বছর পর সেমিফাইনালে কাতালান জায়ান্টরা।

শুরুতেই পরীক্ষা দিতে হয়েছে বার্সা কিপার উসচেখ শেসনিকে। চতুর্থ মিনিটে ম্যাক্সিমিলিয়ান বেইয়ারের বক্সের বাইরে থেকে নেওয়া শট থামান তিনি। দুই মিনিট পর ড্যানিয়েল সভেনসনকে রুখে দেন।

এভাবেই মুহুর্মুহু আক্রমণে বার্সার ঘাড়ে চেপে বসতে চেয়েছিল ডর্টমুন্ড। দুই অর্ধে একটি করে গোল দিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল জার্মানরা।

নবম মিনিটে প্যাসকাল গ্রব বক্সের মধ্যে ফাউলের শিকার হন। বল বিপদমুক্ত করতে গিয়ে তাকে ফেলে দেন শেসনি। ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ১১তম মিনিটে সেরহৌ গুইরাসি ডান পায়ের উঁচু শটে গোলপোস্টের মাঝ দিয়ে জালে বল জড়ান।

তারপর রামি বেসেনবাইনি, বেইয়ার ও কারিম আদেয়েমির প্রচেষ্টা ঠেকিয়ে প্রথমার্ধে আর ব্যবধান বাড়তে দেননি বার্সা কিপার। বিরতির আগে লক্ষ্যে ১০টি শট নিয়ে বার্সার আত্মবিশ্বাসে বড় আঘাত দিয়েছিল জার্মান ক্লাব। 

আদেয়েমি ও গ্রবকে শেসনি রুখে দিলেও বিরতির পরপর ডর্টমুন্ড ব্যবধান দ্বিগুণ করে। গ্যালারিতে তৈরি করে উন্মাদনা। ৪৯তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বেসেনবাইনির হেড পাসে জালে বল ঠেলে দেন গুইরাসি।

তিন মিনিট পর রোনাল্ড আরাউহোর নেওয়া হেড রুখে দেন ডর্টমুন্ড কিপার জর্জ কোবেল। দুই মিনিট যেতেই বেনসেবাইনির আত্মঘাতী গোল বার্সার ক্যাম্পে স্বস্তি ফেরায়।

৭৫ মিনিটে আরেকটি গোল করে ডর্টমুন্ড ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ডুরানভিলের বক্সের বাইরে থেকে বাড়ানো ক্রসে আরাউহো দুর্বল ক্লিয়ারেন্স করলে সরাসরি বল পেয়ে জাল কাঁপান গুইরাসি। তার হ্যাটট্রিকের মিনিটখানেক পর ব্র্যান্ডট জালে বল জড়ালেও অফসাইডে বাতিল হয়। বাকি সময়ে সেভাবে আর জার্মান ক্লাব বার্সার জন্য হুমকি হয়ে উঠতে পারেনি।

টানা ২৪ ম্যাচ পর ও এই বছর প্রথম হার দেখলো বার্সা।

সেমিফাইনালে বার্সা খেলবে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখকে। দুই দল বুধবার মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে। ২-১ গোলে প্রথম লেগ জিতেছিল ইন্টার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত