এ পরিস্থিতিতে বাজার বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল, এ ঘটনার পর তা আবার অনিশ্চিত হয়ে পড়ল। ফলে বাজারে আবার অনিশ্চয়তা সৃষ্টি হবে। এবারের মার্কিন সফরে জেলেনস্কি চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র যেন রাশিয়ার সঙ্গে হাত না মেলায় তা নিশ্চিত করতে। কিন্তু পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে যায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সরাসরি বলেই বসেন, জেলেনস্কি ওভাল অফিস তথা যুক্তরাষ্ট্রের প্রতি অবজ্ঞাপূর্ণ আচরণ করেছেন।
এ ঘটনার শানে নজুল হলো, বিনিয়োগকারীরা আবার দেখলেন, ট্রাম্প প্রশাসন সম্পর্কে পূর্বাভাস করা কতটা কঠিন। অর্থাৎ সেই অনিশ্চয়তা। অথচ ব্যবসা-বাণিজ্যের মূল ভিত্তি হচ্ছে নিশ্চয়তা। এমনিতেই ট্রাম্পের শুল্ক নীতির কী প্রভাব পড়বে, তা নিয়ে শঙ্কা আছে। এর মধ্যে শুরু হলো জেলেনস্কির সঙ্গে তাঁর এই বিবাদ।