গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে মাওনা-কালিয়াকৈর সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই ট্রাকসহ চালককে আটক করেছে।
শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– শেরপুরের ঝিনাইগাতি উপজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে ঠিকাদার শফিকুল ইসলাম (৪৫) এবং জামালপুর সদর উপজেলার বৌঠামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে নির্মাণশ্রমিক আব্দুল জলিল (৩৯)। তারা গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আটক ট্রাকচালক সেলিম মিয়া শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, শফিকুল ইসলাম সকালে আব্দুল জলিলকে নিয়ে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় মাদ্রাসার নির্মাণকাজ পরিদর্শনে যাচ্ছিলেন। পথে মাওনা থেকে কালিয়াকৈরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় সময় পেছন থেকে ধাক্কায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে গেলে চাকায় পিষ্ট ঘটনাস্থলেই দুজন নিহত হন।