Homeদেশের গণমাধ্যমেটিকটকের প্রতিষ্ঠাতা চীনের শীর্ষ ধনীর মোট সম্পদ কত?

টিকটকের প্রতিষ্ঠাতা চীনের শীর্ষ ধনীর মোট সম্পদ কত?


জনপ্রিয় টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) এখন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ব্যক্তিগত সম্পদ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯১৬ বিলিয়ন টাকা (ডলারপ্রতি ১২০ টাকা ধরে)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’ নামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৬ বছর ধরে এ তালিকা প্রকাশ হয়ে আসছে এবং ঝাং ইমিং এ তালিকায় ১৮তম ধনী হিসেবে প্রবেশ করেছেন।

এদিকে ধনীদের তালিকায় টিকটকের প্রতিষ্ঠাতা ইমিং গত বছরের শীর্ষ ধনী ঝং শানশানকে ছাড়িয়ে গেছেন। ঝং নংফু স্প্রিং নামে একটি বোতলজাত পানি ও সফট ড্রিংক কোম্পানির মালিক। তিনি ২৪% সম্পদ হারিয়ে ধনীদের তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছেন, তার মোট সম্পদ এখন ৪৭.৯ বিলিয়ন ডলার।

টিকটক নিয়ে যদিও যুক্তরাষ্ট্রে আইনি সমস্যায় পড়েছে তবুও ২০২৩ সালে বাইটড্যান্সের রাজস্ব ৩০% বেড়ে ১১০ বিলিয়ন ডলার হয়েছে, যা ঝাংয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ধনীদের প্রথম এবং দ্বিতীয় তালিকার পর তৃতীয় স্থানে আছেন টেনসেন্টের প্রতিষ্ঠাতা পোনি মা।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সম্প্রতি চীনে ধনীর সংখ্যা কমছে। অন্তত ১ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী ১৪২ ব্যক্তি গত এক বছরে এ তালিকা থেকে বাদ পড়েছেন। বর্তমানে চীনে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৫৩, যা ২০২১ সালের সর্বোচ্চ সংখ্যার থেকে প্রায় এক-তৃতীয়াংশ কম।

বিশ্লেষকরা জানান, অর্থনৈতিক মন্দা এবং দুর্বল পুঁজিবাজারের কারণে অনেকেই তাদের সম্পদ হারিয়েছেন। বিশেষ করে আবাসন এবং টেকসই জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।

উল্লেখ্য, ঝাং ইমিং ২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। ২০২১ সালের নভেম্বরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেন। তবে এখনও বাইটড্যান্স প্রতিষ্ঠানে তার মালিকানা ৫০ শতাংশেরও বেশি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত