Homeদেশের গণমাধ্যমেঝিনাইদহে ট্রিপল মার্ডার মামলায় আটক ২

ঝিনাইদহে ট্রিপল মার্ডার মামলায় আটক ২


ঝিনাইদহের শৈলকুপায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হানিফসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহে তিনজনকে খুনের ঘটনায় জড়িত সন্দেহভাজন দুজনকে আটক করেছে র‍্যাব-১ এবং র‍্যাব-৬ এর আভিযানিক দল। খুনের ঘটনায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

আটককৃতরা হলো হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে আবু সাঈদ (৩৯) ও জোড়াপুকুরিয়া গ্রামের মৃত আনজের আলীর ছেলে আনারুল ইসলাম (৩৬)।

র‌্যাব-৬ জানায়, ট্রিপল মার্ডারের ঘটনায় হানিফের ভাই সাজেদুল ইসলাম ইশা বাদী হয়ে গত সোমবার অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে শৈলকুপা থানায় মামলা করেন। মামলার পরপরই র‍্যাব অভিযান শুরু করে। অভিযানকালে সোমবার রাতে ঝিনাইদহ শহরের সার্কিট হাউস এলাকা থেকে আবু সাঈদকে ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সোনাতলা এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব।

প্রসঙ্গত, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় গুলি করে হত্যা করা হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার হানিফ, তার শ্যালক লিটন ও রাইসুলকে। হত্যার পর দায় স্বীকার করে গণবাহিনীর নামে গণমাধ্যমে খুদেবার্তা পাঠায় হত্যাকারীরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত