Homeদেশের গণমাধ্যমেজেলেনস্কি থাকলে কি চলতি বছর ইউক্রেন যুদ্ধ শেষ হবে

জেলেনস্কি থাকলে কি চলতি বছর ইউক্রেন যুদ্ধ শেষ হবে


আগামী বছরের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে বলে মনে করলেও তা ঠিক কীভাবে হবে, কোনো বিশেষজ্ঞ তা স্পষ্টভাবে বলতে পারছেন না।

‘দ্য ফেইট অব দ্য ওয়েস্ট’ বইয়ের লেখক ও দ্য ইকোনমিস্টের সাবেক সম্পাদক বিল এমটের মতে, ‘যেকোনো দর-কষাকষি অসম্ভব দাবি দিয়ে শুরু হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের নতুন আলোচনাও এভাবে শুরু হবে।’

তবে জেলেনস্কি ক্ষমতায় থাকাবস্থায় রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি সম্ভব নয় বলে মনে করেন বিল এমট। তাই তাঁর প্রস্তাব, ‘জেলেনস্কি যথেষ্ট বীরত্ব দেখিয়েছেন। এখন তাঁকে বিশ্রাম দেওয়া দরকার।’

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের সঙ্গে কথা বলতে রাশিয়া প্রস্তুত জানিয়ে সম্প্রতি বলেছেন, ‘২০২২ সালের অক্টোবরে জারি করা এক ডিক্রিতে জেলেনস্কি পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয় বলে ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় তাঁর সঙ্গে শান্তি আলোচনা কীভাবে হবে?’

এর অর্থ দাঁড়ায়, রাশিয়ার সঙ্গে চূড়ান্ত শান্তি আলোচনার জন্য কিয়েভের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত