Homeদেশের গণমাধ্যমেজেলা প্রশাসক গাড়ি চালিয়ে চালককে বাড়ি পৌঁছে দিলেন

জেলা প্রশাসক গাড়ি চালিয়ে চালককে বাড়ি পৌঁছে দিলেন



নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ১ জানুয়ারি ২০২৫  


নিজ দপ্তরের সরকারি গাড়ি চালক হাবিবুর রহমানকে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নিজেই গাড়ি চালিয়ে বাড়িতে পৌঁছে দিলেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় চার দশক ধরে যশোর জেলা প্রশাসকের ও জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি চালানো হাবিবুর রহমানকে অবসরে যাওয়ায় বাড়িতে পৌঁছে দেন তিনি।

হাবিবুর রহমান ১৯৮৫ সাল থেকে যশোর জেলা প্রশাসনের গাড়ি চালিয়ে আসছিলেন। অবসরে যাওয়ার একদিন আগে যশোর জেলা প্রশাসক তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়কালে নিজেই সেই গাড়ি চালিয়ে তাকে নিজ বাড়িতে পৌঁছে দিলেন। 

প্রায় চার দশক ধরে যশোর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি চালানোর সুবাদে তিনি অত্র জেলার নানা রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসেবে সর্বমহলে পরিচিত। ২০২২ সালে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন গাড়ি চালক হাবিবুর রহমান। দীর্ঘ চাকরিজীবনে নিজেকে সততা ও কর্মনিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বিদায় সংবর্ধনায় দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, ‘‘গাড়ি চালক হাবিবুর রহমান সততা ও নৈতিক আচরণের প্রশ্নে আপসহীন ছিলেন। তিনি সত্যিই বিরল।’’ এ সময়ে তিনি জেলা প্রশাসক দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত ও চাকরিজীবনে গাড়ি চালক হাবিবুর রহমানের আদর্শ ধারণ ও বাহন করার পরামর্শ দেন।

গাড়ি চালক হাবিবুর রহমান জেলা প্রশাসকের মহানুভবতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘সত্যিই জেলা প্রশাসকের মহানুভবতায় আমি মুগ্ধ।’’

 

ঢাকা/রিটন/বকুল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত