Homeদেশের গণমাধ্যমেজুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাতের আলটিমেটাম

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাতের আলটিমেটাম


জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ৩১ ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লামেশন অফ জুলাই রেভ্যুলেশন ঘোষণা করতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে কুমিল্লা পুলিশ লাইনস থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না।

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৭ দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হবে। সে ধারাবাহিকতায় আজ বুধবার কুমিল্লায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ক লিফলেট বিতরণে আগামীকাল সারাদিন কুমিল্লার সহযোদ্ধা এবং ছাত্র-জনতার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত