পরে নৌ পুলিশ আকাশকে সঙ্গে করে ঘটনাস্থল মেঘনা নদীর মাঝেরচর এলাকা, চাঁদপুর শহর ও বাগেরহাটে নিয়ে যান। এসব জায়গায় গিয়ে তাঁরা খুনের ঘটনায় আকাশের সরেজমিন বিবরণ নেন, ঘটনার আলামতসহ নানা বিষয় নিশ্চিত হন। বিশেষ করে কীভাবে একা এত বড় সারবোঝাই জাহাজটি তিনি চালালেন, সেটি তাঁরা আকাশকে দিয়ে জাহাজ চালিয়ে নিশ্চিত হন।