Homeদেশের গণমাধ্যমেজাকসুর তফসিল ঘোষণা না হলে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি

জাকসুর তফসিল ঘোষণা না হলে ভর্তি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা৷ আগামী বৃহস্পতিবারের (৬ ফেব্রুয়ারি) মধ্যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না করা হলে আগামী ৯ ফেব্রুয়ারির আসন্ন ভর্তি পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা৷

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তফসিল ঘোষণার দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন৷ এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে আলোচনার সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, জাকসু নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার পর আজ (শনিবার) তফসিল ঘোষণার তারিখ ছিল। কিন্তু জাকসু বানচালের চেষ্টা চালানো কিছু অছাত্রদের ফাঁদে পা দিয়েছে প্রশাসন। জাকসু নির্বাচন বানচালের লক্ষ্যে তফসিল ঘোষণার তারিখ বিলম্বিত করা হচ্ছে। প্রশাসনের এই টালবাহানা রুখে দিয়ে নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা না করা হলে আসন্ন ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে৷

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, অবস্থান কর্মসূচি শেষে আমরা শিক্ষার্থী প্রতিনিধিরা দাবি বাস্তবায়নে উপাচার্যের সঙ্গে আলোচনা সভায় বসি। সভায় তফসিল ঘোষণায় প্রথমে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। তবে প্রশাসনের সীমাবদ্ধতা বিবেচনা করে আমরা আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তফসিল ঘোষণার কথা বলেছি। এসময়ের মধ্যে দাবি আদায় না হলে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছি।

আরও পড়ুন

এর আগে, ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু নির্বাচনের আগে কয়েক দফা সংস্কারের দাবি জানানো শাখা ছাত্রদল বিকেলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

তাদের এ কর্মসূচির প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা৷ এসময় উপাচার্য জাকসু নির্বাচন নিয়ে পরিবেশ পরিষদের সভা করছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে আসেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম পরিবেশ পরিষদ সভার লিখিত বক্তব্য পড়ে শোনান৷ কিন্তু শিক্ষার্থীরা এসব বক্তব্য কালক্ষেপণ বলে আখ্যা দিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন উপাচার্য।

এসময় উপাচার্য বলেন, জাকসুর কিছু মৌলিক সংস্কারের জন্য সময় প্রয়োজন। এ লক্ষ্যে আজকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি জাকসু সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সৈকত ইসলাম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত