তারা এটা নিয়ে যা খুশি তাই বলতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা (বল) তার হাতে লেগেছে। আর আমি তখনই খেয়াল করেছি জয়সওয়াল হাঁটতে শুরু করেছে
রিকি পন্টিং, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক
খুবই বিতর্কিত বিষয় হতে যাচ্ছে। দেখে যদিও মনে হচ্ছে ব্যাট ও গ্লাভসে লেগেছে, তবে স্নিকো বলছে লাগেনি। ম্যাচের পরে এ নিয়েই বেশি কথা হবে।
জাস্টিন ল্যাঙ্গার, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
যশস্বী জয়সোয়াল পরিষ্কার নট আউট। প্রযুক্তির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল তৃতীয় আম্পায়ারের। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে তৃতীয় আম্পায়ারের কাছে অকাট্য প্রমাণ থাকা উচিত।
রাজীব শুক্লা, বিসিসিআই সহসভাপতি
‘এসব থামান…এটা আউট। গতকালের সব সিদ্ধান্তই সঠিক। অস্ট্রেলিয়া দলটা এ সপ্তাহে স্রেফ বেশি ভালো ছিল।
মাইকেল ভন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার