এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে দেলোয়ার হোসেন মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে জয়পুরহাট শহরের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া আটটার দিকে গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দেলোয়ার হোসেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।