Homeদেশের গণমাধ্যমেজবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল

জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল


জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসাদুল ইসলাম। সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন রিয়াজুল ইসলাম।

শুক্রবার (৩ জানুয়ারি) শাখা ছাত্রশিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি জেনারেল মনোনীত করা হয়।

সভাপতি আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি রিয়াজুল ইসলাম আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী শিক্ষার্থী মো. আব্দুল আলিম আরিফ। শাখা ছাত্রশিবিরে নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল রিয়াজুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করেছেন।

অপরদিকে ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে এস এম ফরহাদ নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি পদে মহিউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আশিকের নাম ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১২টার দিকে সংগঠনটির ঢাবি শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক হোসাইন আহমাদ জোবায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত