জন লেনন, জর্জ হ্যারিসন, পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টার– এই চার কিংবদন্তির ব্যান্ড দ্য বিটলস ভেঙেছে ৫৫ বছর হয়ে গেলো। এখনও বিটলম্যানিয়া ম্লান হয়নি। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ব্যান্ডটির সর্বশেষ প্রকাশিত গান ‘নাউ অ্যান্ড দেন’ সেরা রক পারফরম্যান্স পুরস্কার পেয়েছে। সত্তর দশকে তৈরি করা প্রয়াত জন লেননের একটি ডেমো থেকে এই গান গত বছর সম্পূর্ণ করেন পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টার। লেননের পুরনো ক্যাসেট রেকর্ডিং পরিষ্কারের জন্য মেশিন লার্নিং (কৃত্রিম বুদ্ধিমত্তার একটি রূপ) কাজে লাগিয়েছেন তারা।
২ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বিটলস ব্যান্ডের পক্ষে গ্র্যামি পুরস্কার গ্রহণ করেন জন লেননের ছেলে শন ওনো লেনন। তিনি বলেন, ‘তারা চার জন মিলে ছিলেন সর্বকালের সবচেয়ে অসাধারণ ব্যান্ড। আমি শুধু বলতে পারি, আপনারা নিজেদের সন্তানকে বিটলসের গান শোনান। আমার মনে হয় না, এই পৃথিবী বিটলসের চার সংগীতশিল্পীকে কখনও ভুলতে পারবে। তাদের গান, সুর ও সংগীত পৃথিবীতে বড্ড প্রয়োজন। কারণ আমাদের দরকার শান্তি ও ভালোবাসা। তাই বেঁচে থাকার জন্য আমাদের ষাটের দশকের সেই জাদু প্রয়োজন।’
৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে বেস্ট বক্সড অথবা স্পেশাল লিমিটেড এডিশন প্যাকেজ বিভাগে জন লেননের ‘মাইন্ড গেমস’ অ্যালবামের সুবাদে পুরস্কৃত হয়েছেন শন ওনো লেনন। পুরস্কারটি সায়মন হিলটনের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমির নিয়ম অনুযায়ী, গান-বাজনায় কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মাধ্যমে ব্যবহৃত হলেই কেবল সেটি পুরস্কারের জন্য বিবেচিত হবে। ‘নাউ অ্যান্ড দেন’ গানের ক্ষেত্রে সেটি মেনেছেন বিটলসের জীবিত দুই সাবেক সংগীতশিল্পী পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টার।
নিজেদের সেরা সময়ে বিটলস বিভিন্ন গানের জন্য গ্র্যামির বর্ষসেরা রেকর্ডিং বিভাগে চারবার মনোনয়ন পেয়েছে। এগুলো হলো ‘আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড’, ‘ইয়েস্টারডে’, ‘হে জুড’ ও ‘লেট ইট বি’। কিন্তু প্রতিবারই তারা হেরেছে। এবারের আসরে সেই পুনরাবৃত্তি ঘটেছে। ‘নাউ অ্যান্ড দেন’ গানের সুবাদে বর্ষসেরা রেকর্ডিং বিভাগেও মনোনয়ন পেয়েছে বিটলস। তবে এই পুরস্কার জিতেছেন আমেরিকান র্যাপার কেন্ড্রিক ল্যামার।
আট বছর আগে দ্য বিটলসের প্রামাণ্যচিত্র ‘এইট ডেজ অ্যা উইক: দ্য ট্যুরিং ইয়ারস’ সেরা মিউজিক ফিল্ম বিভাগে গ্র্যামি জিতেছে। তখন বিয়ন্সের ‘লেমোনেড’ও ছিল মনোনয়ন তালিকায়।
২০২৪ সালের ২৯ ডিসেম্বর প্রয়াত যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার এবারের আসরে মরণোত্তর গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছেন। ‘লাস্ট সানডে ইন প্লেইনস: অ্যা সেন্টেনিয়াল সেলিব্রেশন’-এর সুবাদে অডিও বুক ন্যারেশন বিভাগের ট্রফি দেওয়া হয়েছে তাকে। এটি হলো তার নিজের কণ্ঠে নিজের জীবনকাহিনির বর্ণনা। এর রেকর্ডিং হয় গত বছরের আগস্ট মাসে। জিমি কার্টারের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তার নাতি জেসন কার্টার।
৬৭তম গ্র্যামিতে রোলিং স্টোনস ব্যান্ড সেরা রক অ্যালবাম পুরস্কার জিতেছে। ২০২৩ সালে প্রকাশিত ‘হ্যাকনি ডায়মন্ডস’ এই স্বীকৃতি এনে দিয়েছে তাদের।
সেরা রক গান বিভাগে সেন্ট ভিনসেন্ট ব্যান্ডের ‘ব্রোকেন ম্যান’ লিখে পুরস্কার পেয়েছেন অ্যানি ক্লার্ক। সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম হয়েছে সেন্ট ভিনসেন্টের ‘অল বর্ন স্ক্রিমিং’। একই ব্যান্ডের ‘ফ্লিয়া’ গানটি সেরা অল্টারনেটিভ মিউজিক পারফরম্যান্স স্বীকৃতি পেয়েছে।