Homeদেশের গণমাধ্যমেছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

ছাদখোলা বাসে চ্যাম্পিয়নদের যাত্রা শুরু



বাংলাদেশের সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী দল ছাদখোলা বাসে নিয়ে বাফুফে ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলটি এসে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। বিমানবন্দরে কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি প্রদর্শন করেন।

দলের সামনের সারিতে ছিলেন রূপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদা, এবং বাংলাদেশের পতাকা হাতে তহুরা আক্তার। দলের নেতৃত্বে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন, যার কাঁধে শোভা পাচ্ছিল দেশের পতাকা। বিশেষ ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে এফডিসি, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন হয়ে বাফুফে ভবনে পৌঁছানোর রুটে যাত্রা শুরু করেন তারা।

বাফুফে ভবনে তাদের সংবর্ধনা জানাতে জড়ো হন সমর্থক ও সাংবাদিকরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বিকেলে দলের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একটি সংবর্ধনা প্রদান করবেন বলে জানা গেছে।

এর আগে গতকাল সন্ধ্যায় নেপালে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে বাংলাদেশ। দেশের মাটিতে তাদের এই সংবর্ধনা আয়োজনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক আনন্দমুখর পরিবেশ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত