Homeদেশের গণমাধ্যমেছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, তার আগে প্রয়োজনীয় সংস্কার: আলাল

ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, তার আগে প্রয়োজনীয় সংস্কার: আলাল


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দেখা যাচ্ছে তাতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব।’

বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বরিশাল নৌবন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সংস্কার এবং নির্বাচন পাশাপাশি থাকুক। প্রয়োজনীয় সংস্কার আগে করে পরে নির্বাচন দেওয়া যেতে পারে। এরপর যে বিস্তীর্ণ সময় থাকবে সেই সময়টা বাকি সংস্কার হোক। কারণ নির্বাচিত সরকারের কাছে যে প্রভাব-ক্ষমতা থাকে তা অনির্বাচিত সরকারের কাছে থাকে না।’

আলাল বলেন, ‘বর্তমানে দেখা যাচ্ছে, প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পিছপা হচ্ছে সরকার। তাই আমরা চাচ্ছি, নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যদি বিএনপির প্রতিকূলে দাঁড়ানো কোনও রাজনৈতিক দল হয়, তবু নির্বাচিত সরকার দরকার।’

অন্যান্য রাজনৈতিক দল মনে করে নির্বাচন যত বিলম্ব হবে বিএনপির জনপ্রিয়তা তত কমবে। এ বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বহু মতের যেখানে সমন্বয় ঘটে সেটাই গণতন্ত্রের প্রকৃত রূপ।’ সুতরাং অন্যসব রাজনৈতিক দল যা কিছু চাইবে তা বিএনপির বিপক্ষে যাবে এমনটা মনে করেন না তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত