আগে কখনো আইসিসি টুর্নামেন্ট খেলেননি, আইপিএলেও খেলার সুযোগ হয়নি। ১৮ বছর বয়সী কোনো ক্রিকেটার যদি একই সময়ে এমন বড় দুটি টুর্নামেন্ট খেলার সুযোপ পান, তখন অনুভূতিটা কেমন হবে তা হয়তো ওই ক্রিকেটারই সবচেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুটি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন বিশ্বক্রিকেট মঞ্চে পারফর্ম করার স্বপ্নে বিভোর আফগানিস্তানের ফিঙ্গারস্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার।
মেরুদণ্ডের গোড়ার দিকের হাড়ে ফ্র্যাকচারের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন দারুণ সাফল্য দেখিয়ে ওয়ানডে ক্যারিয়ারের সূচনা করা গজনফার। তার বদলে মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন প্রাথমিকভাবে রিজার্ভে থাকা বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খারোতে।
বুধবার সকালে টুইট করে এই তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবি জানায়, গজনফার গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে এই চোট পান। যে কারণে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এই সময় চিকিৎসার মধ্যে থাকবেন তিনি। ফলে আইপিএলেও খেলতে পারবেন না। গেল বছর সৌদি আরবের জেদ্দায় হওয়া মেগা নিলামে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
এখন পর্যন্ত ১১টি ওয়ানডে খেলে ২১টি উইকেট শিকার করেছেন গজনফার। গেল জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ লিগে এমআই এমিরেটসের হয়ে ৩টি ম্যাচ খেলেন। তবে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তিন ম্যাচে ৭.১ ওভার বোলিং করে মাত্র ১টি উইকেট পান এবং ইকোনমি রেট ৯.৪৮।
২০ বছর বয়সী খারোতে সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে শারজায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৩/২৮ পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৪ সালের মার্চে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে ৭টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন খারোতে।
আফগানিস্তানের স্পিনার আক্রমণে নেই মুজিব উর রহমানও। এসিবি জানিয়েছে, মুজিব জানুয়ারি ও ফেব্রুয়ারির শুরুতে এসএ২০-তে পার্ল রয়্যালসের হয়ে পুরো মৌসুম খেললেও জিম্বাবুয়ে সফরের পর থেকে আফগানিস্তানের হয়ে খেলেননি। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। ২০২৩ বিশ্বকাপের পর কোনো ওডিআই খেলেননি এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত খেলতে পারবেন না মুজিব।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান স্কোয়াড
হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, ইকরাম আলিখিল (উইকেটকিপার), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সিদিকুল্লাহ আতাল, রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, ফারিহ আহমদ, ফজল-হক ফারুকি, নাঙ্গেয়ালিয়া খারোতে, নাভিদ জাদরান, নুর আহমদ।
এমএইচ/এমএস