প্রকাশিত: ১৬:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হচ্ছে পবিত্র রমজান। এদিকে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কমপক্ষে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে খেলা দেখতে আসা দর্শকদের ইফতার নিয়ে ভাবতে মানা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে ইফতার বক্স প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছে ইসিবি।
এই উদ্যোগটি রমজান মাসের চেতনাকে ধারণ করেই নেওয়া হয়েছে। রোজা পালনকারী দর্শকরা যেন কোন বাঁধা ছাড়াই ছাড়াই খেলা উপভোগ করতে পারেন, সেই কথা মাথায় রেখে এই চিন্তা করেছে ইসিবি। ইফতার আগেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সমস্ত নন-হসপিটালিটি অংশ গুলোতেই বক্সগুলো বিতরণ করা হবে।
সামনের সপ্তাহেই রমজান শুরু হচ্ছে। রবিবার (২ মার্চ, ২০২৫) নিউজিল্যান্ড-ভারতের মধ্যে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচ রমজানেই অনুষ্ঠিত হবে। সেদিন দর্শকরা বিনা খর চেই ইফতার বক্সগুলো পাবেন।
ইসিবির এই পদক্ষেপটি মুসলিম সংস্কৃতির প্রতি শ্রদ্ধার প্রতিফলন। যা সব দর্শকদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হয়ে থাকবে। ক্রিকেট ভক্তরা কিংবা খেলা দেখতে আসা পরিবারগুলো ত্যাগ ও উদারতার দারুণ এই সংস্কৃতিক উপভোগ করার সুযোগ পাচ্ছেন। মাঠে আসা দর্শকদের একত্রিত হয়ে রমজান উদযাপনের অনুভূতি সৃষ্টি করার লক্ষ্যে ইসিবি এই উদ্যোগটি নিয়েছে।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। ভারত যদি ফাইনাল খেলে তাহলে দুবাইয়ে রমজানের মাঝেই আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঢাকা/নাভিদ