Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার



চট্টগ্রাম নগরীর খুলশী থানার টাইগারপাস এলাকায় একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, অজ্ঞাত এই যুবক অন্তত তিন থেকে চার দিন আগে মারা গেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর টাইগারপাস এলাকার রেলওয়ে কলোনির ১৯/২ নম্বর পরিত্যক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অজ্ঞাত এই যুবকের বয়স ২৫ থেকে ২৮ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে পুরো শরীর ফুলে যাওয়া ও মুখমণ্ডল বিকৃত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক কালবেলাকে বলেন, আনুমানিক সাড়ে ১১টার দিকে আমরা খবর পাই রেলওয়ে কলোনির ১৯/২ পরিত্যক্ত ভবনে একটি লাশ আছে। খবর পেয়ে আমাদের একটি টিম লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সিআইডির টিম তার ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। আমরা পরিচয় শনাক্তে কাজ করছি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত