Homeদেশের গণমাধ্যমেচট্টগ্রামে অস্ত্রের মুখে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামে অস্ত্রের মুখে ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই


চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির আলমাস মোড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন মর্তুজা চৌধুরী (৪৩) নামের এক ব্যবসায়ী। গত শনিবার রাতে অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে দুই লাখ ৬১ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ নিয়ে সোমবার নগরের কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

মর্তুজা চৌধুরী নগরের মোহাম্মদ আলী রোডের বাসিন্দা। তিনি আমদানি-রফতানির ব্যবসা করেন। মর্তুজা চৌধুরী জানান, শনিবার তিনি বাসার জন্য টাইলস কিনে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় আলমাস মোড়ে সাত-আটজনের একটি দল তার রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে তাকে মারধর শুরু করে। এরপর পকেটে থাকা দুই লাখ ৫০ হাজার টাকা এবং মানিব্যাগে থাকা সাড়ে ১১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ছাড়া মানিব্যাগে থাকা চারটি ব্যাংকের ভিসা কার্ড ও তিনটি চেকও নিয়ে যায় তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল কাদের বলেন, ‌‘এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত