Homeদেশের গণমাধ্যমেগভীর রাতে গ্রেপ্তার আ.লীগ নেতা আল আমিন

গভীর রাতে গ্রেপ্তার আ.লীগ নেতা আল আমিন


হত্যা ও চাঁদাবাজীসহ ডজনখানেক মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আওয়ামী লীগ নেতা আল আমিন। কিন্তু শেষ রক্ষা হলো না। সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

রোববার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, নেত্রকোনা সেনা ক্যাম্পের সার্জেন্ট জাহের।

আল আমিন নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। তিনি চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের ছোট ভাই।

সার্জেন্ট জাহের বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তিনি ময়মনসিংহ মধ্য বাড়েয়া এলাকায় ছোট একটি বাসা ভাড়া নিয়ে তার স্ত্রীসহ ১৯ দিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজীসহ অনেক মামলা রয়েছে।

বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, আল আমিন অনেকগুলো মামলার আসামি। আমাদের হেফাজতে আছে সে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত