এবারের ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমা ঘিরে ভাইজান অনুরাগীদের ব্যাপক প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ হয়নি বলা চলে। সবাই বলছে- ভাইজানের ক্যারিয়ারে এখন দুর্দিন চলছে।
বক্স অফিসেও তেমন ভালো আয় করতে পারেনি সালমানের ‘সিকান্দার’। এমন ঘটনায় নিজের ক্যারিয়ার ও আগামী সিনেমা নিয়ে বেশ সিদ্ধান্তহীনতায় রয়েছেন বলিউডের এ সুপারস্টার। নিজের সব দ্বিধা কাটাতে এবং ক্যারিয়ার বাঁচাতে এবার দর্শক-অনুরাগীদের শরণাপন্ন হলেন এ তারকা।
৫ এপ্রিল মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ভক্তের সঙ্গে দেখা করেন সালমান। সেখানেই তিনি অনুরাগীদের সঙ্গে নিজের সাম্প্রতিক কাজ, ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একটি সূত্র থেকে জানা গেছে, ভক্তদের কাছে সালমান সরাসরি জানতে চান, তাকে নিয়ে সবার প্রতিক্রিয়া ও প্রত্যাশা কি রকম? সালমান অভিনীত ‘সিকান্দার’সিনেমা নিয়ে নিজেদের মতামত দিয়েছেন ভক্তরাও। অনুরাগীদের এ ভালোবাসা ও উদ্বেগ সালমানের মনে গভীর প্রভাব ফেলেছে। জানা গেছে, সামনে তিনি দর্শকের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই ছবি নির্বাচন করবেন।
আরও পড়ুন:
‘সিকান্দার’ বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও বলি সুপারস্টারের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। তার মধ্যে উল্লেখযোগ্য ‘কিক’ সিনেমার সিক্যুয়েল ‘গঙ্গারাম’। এ সিনেমায় সালমান খান সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করবেন। ‘সিকান্দার’ মুক্তির পরই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন সালমান। ‘দেবা’ সিনেমা দেখে অনেকেই ভাইজানকে শাহিদ কাপুরকে অনুকরণের পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে সেই সমস্ত সমালোচনার যোগ্য জবাব দেওয়ার পথই খুঁজছেন ‘সিকান্দার’ সালমান। এই আলোচনার পরিপ্রেক্ষিতেই নিজের ভবিষ্যত পরিকল্পনাও নাকি ঠিক করতে চান সালমান খান।
এমএমএফ/এমএস