Homeদেশের গণমাধ্যমেকেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি: লিয়নের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতি: লিয়নের স্বীকারোক্তিমূলক জবানবন্দি


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রূপালী ব্যাংকের চুলকুটিয়া জিনজিরা শাখার ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার লিয়ন মোল্লা ওরফে নিরব এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিন দিনের রিমান্ড শেষে লিয়নকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক হিরন কুমার বিশ্বাস। লিয়ন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

গত ২০ ডিসেম্বর লিয়নের সহযোগী দুই কিশোর আরাফাত (১৬) ও  সিফাত (১৬) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। ওইদিন লিয়নের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

গ্রেফতার লিয়ন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী। 

জানা যায়, বৃহস্পতিবার  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাংকটিতে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রাখে এই আসামিরা। জানতে পেরে স্থানীয়রা তাদের ভবনেই আটকে ফেলে। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে তাদের আটকসহ জিম্মিদের উদ্ধার করে। ওই ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত