Homeদেশের গণমাধ্যমেকৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কৃষি গুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা গেছে, ১০০ নম্বরের পরীক্ষায় কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯৬ দশমিক ৫০ নম্বর সর্বোচ্চ। আর প্রাপ্ত সর্বনিম্ন নম্বর ৬৯ দমমিক ৫০।

এদিকে, ফল প্রকাশের পর কৃষি গুচ্ছের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের বিশ্ববিদ্যালয়, ডিগ্রি বা বিষয়গুলোর পছন্দক্রম দিতে হবে। ৯ নভেম্বর মেধাতালিকার প্রার্থীদের প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করা হবে।

১০-১৪ নভেম্বর ফি পরিশোধ করে শিক্ষার্থীদের ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। ১৮ নভেম্বর প্রথম অটোমাইগ্রেশন হবে। ১৯-২২ নভেম্বর অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ দেওয়া হবে।

২৬ নভেম্বর দ্বিতীয় অটোমাইগ্রেশন হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ২৭-৩০ নভেম্বর দ্বিতীয়বার এবং ৪-৬ ডিসেম্বর তৃতীয়বার অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেওয়া হবে।

৯-১২ ডিসেম্বর প্রাথমিক ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে মূল নম্বরপত্র, কলেজের প্রশংসাপত্র এবং কোটার প্রয়োজনীয় কাগজপত্র (যদি থাকে) নিয়ে চূড়ান্ত ভর্তির কাজ শেষ করবেন। ভর্তি প্রক্রিয়া শেষে নিজ নিজ বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাস শুরুর দিন-তারিখ জানাবে।

গত ২৫ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের আটটি মূল কেন্দ্র ও তিনটি উপকেন্দ্রে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ১৭ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২০ জন।

এএএইচ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত