খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা বলেছেন, বর্তমানে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে কিছু মহল তৎপর রয়েছে। দুষ্কৃতকারীরা অপতৎপরতা চালাচ্ছে। অবিলম্বে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা।
কুয়েটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয়ে উপাচার্যের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় শিক্ষকরা বলেন, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ছাত্র-শিক্ষকরা যে মর্মান্তিক হামলা ও হেনস্তার শিকার হয়েছেন তার বিচার এবং তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
শিক্ষকরা সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তকে সামনে রেখেই সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সিন্ডিকেটের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করায় ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনৈক ব্যক্তি কর্তৃক শিক্ষার্থীদের নামে করা মামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকরা। দ্রুত মামলা প্রত্যাহারের বিষয়ে পদক্ষেপ নিতে তারা দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষকরা শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়য়ের প্রশাসন পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরিফুর রহমান/এসআর/জিকেএস