ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, এটি কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মাধাইয়া বাজারের ঘটনা। ২৯ ডিসেম্বর (রোববার) দিবাগত রাতে মাধাইয়া বাজারে হওয়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী ডাকঘর, মসজিদ ও মাদ্রাসাও।
স্থানীয় গণমাধ্যম কুমিল্লার কাগজের প্রতিবেদন অনুযায়ী, বাজারের একটি মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত, আশপাশের দোকানে তা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শুধু হিন্দুদের দোকান আক্রান্ত হয়েছে বা সেখানে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়েছে—এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।
প্রতিবেদনে মান্নান ভেটেরিনারি নামের একটি ওষুধের দোকানের ৮০ লাখ টাকা ক্ষতি হওয়ার বর্ণনা পাওয়া যায়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও একাধিক মুসলিম ব্যক্তির দোকান এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে পোস্ট পাওয়া যায় (১, ২)। ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক গণমাধ্যমও (১, ২, ৩, ৪)।