Homeদেশের গণমাধ্যমেএমইউজে খুলনার নির্বাচনে ৭ পদে প্রতিদ্বন্দ্বী ১৩ জন

এমইউজে খুলনার নির্বাচনে ৭ পদে প্রতিদ্বন্দ্বী ১৩ জন


১৫ বছর পর আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নির্বাচন। এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী তপশিল অনুযায়ী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহারের নির্দিষ্ট দিনে ৯টি পদ থেকে প্রার্থীরা প্রত্যাহার করায় ১৩ জন প্রার্থী চূড়ান্ত হয়। তবে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিটি।

যেসব পদে প্রার্থী রয়েছেন তারা হলেন সভাপতি পদে দৈনিক আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক মানব জমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম ও বাংলা ভিশনের খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, সহসভাপতি পদে দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা ও ইনডিপেনডেন্ট টিভির খুলনা ব্যুরো প্রধান এএইচএম শামীমুজ্জামান।

আর সহসাধারণ সম্পাদক পদে দৈনিক খবরের কাগজের খুলনা ব্যুরো প্রধান মাকসুদ আলী ও দৈনিক সময়ের খবরের সিনিয়র রিপোর্টার মো. আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ পদে দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন ও এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান মো. রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য পদে দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত ও দৈনিক আমার দেমের ফটো সাংবাদিক মো. সেলিম গাজী।

তপশিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জিএম রফিকুল ইসলাম এবং সদস্য হিসেবে রয়েছেন এইচ এম আলাউদ্দিন ও মিজানুর রহমান মিলটন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত