জেনিন শরণার্থীশিবিরের আদ-দামজ এলাকায় একযোগে বিস্ফোরণ ঘটিয়ে গোটা একটি আবাসিক এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এ বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, আশপাশের ছোট–বড় শহর থেকেও তা শোনা যায়। দূর থেকে আকাশে কুণ্ডলী পাকানো ধোঁয়া দেখা গেছে। জেনিনে এভাবে ভবন ধ্বংসের ঘটনাকে ‘নৃশংস দৃশ্য’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েল বিরতিহীনভাবে ফিলিস্তিনিদের অবকাঠামো ধ্বংস করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার একযোগে বিস্ফোরণ ঘটিয়ে গোটা আবাসিক এলাকা গুঁড়িয়ে দেওয়া হয়। জেনিনের বাসিন্দা হেন্না আল-হাজ হাসান বলেন, ‘বিস্ফোরণের শব্দ ছিল ভয়াবহ।’
জেনিন ও তুলকারম শরণার্থীশিবিরে গোটা আবাসিক এলাকা ধ্বংস ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।