বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক। এমনিতেই নানা কারণে আলোচনায় থাকেন তিনি। তাঁকে নিয়ে মানুষের আগ্রহও কম নয়। এবার নতুন করে আরেক জল্পনার জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের নাম বদলে রেখেছেন ‘কেকিয়াস ম্যাক্সিমাস’।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক। শুধু নাম নয়, এক্সে নিজের প্রোফাইল ছবিও পরিবর্তন করেছেন তিনি। সেখানে দিয়েছেন কার্টুন চরিত্র ‘পেপে দ্য ফ্রগের’ ছবি। রসিকতার ছলে যুক্তরাষ্ট্রের অতি ডানপন্থীরা এই ছবি ব্যবহার করে থাকেন।