সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বরে রয়েছে ছোট-বড় চারটি ফোয়ারা। এসব ফোয়ারা কয়েক বছর ধরে অচল পড়ে আছে। অযত্ন-অবহেলায় ফোয়ারাগুলো হারিয়েছে সৌন্দর্য। ফোয়ারার যন্ত্রাংশে ধরেছে মরিচা। জমে থাকা পানিতে জন্মেছে শেওলা ও ময়লা-আবর্জনা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৭ মার্চছবি: আনিস মাহমুদ