Homeদেশের গণমাধ্যমেএক ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি ভারতীয় নাগা সাধুদের

এক ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি ভারতীয় নাগা সাধুদের



কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১ জানুয়ারি ২০২৫  

নাগার এক সাধু।


নতুন বছরের প্রথম দিনে এক ঘণ্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা। বিএনপিনেতা রিজভীর বাংলা-বিহার-উড়িষ্যা দখলের মন্তব্য ও বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচারের প্রেক্ষিতে বুধবার (১ জানুয়ারি) এমন হুমকি দেন গঙ্গাসাগরের নাগা সাধুরা। 

কয়েক দিন পরই গঙ্গাসাগরের মেলা শুরু হবে। এরই মধ্যে কপিলমুনির মন্দির এলাকায় নাগা সন্ন্যাসীরা আসা শুরু করেছেন। পুণ্য করতে এসেও সাধুদের হুমকি বিষয়ে অবাক সাধারণ পুণ্যার্থীরাও। নাগা সন্ন্যাসীরা জানান, মাত্র এক ঘণ্টা সময় পেলেই বাংলাদেশে দখল করে নেবেন তারা। 

মেলায় আগত নাগা সাধু তারপারি বলেন, ‘‘বাংলাদেশের যা হচ্ছে ঠিক হচ্ছে না। হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন। এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, তো সব মুসলমান পালিয়ে যাবে। তখন মমতা ব্যানার্জি কী করবে?’’ 

আর এক নাগা সাধু দত্তগিরি বলেন, ‘‘সরকার-প্রশাসন যদি কিছু করতে না পারে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন, বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব। তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে। সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের ওপর যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেওয়া। না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না।’’

যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন, দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক যাচ্ছে না, তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। তারা আশা করেন, দ্রুতই সমস্যার সমাধান হবে।

ঢাকা/সুচরিতা/এনএইচ 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত