কমিটির আজকের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, সে প্রসঙ্গে নাসিমুল গনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সময় বাড়ানোর অনুমতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি, আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি, তার আগেই দিয়ে দেব।’
যেসব জিনিস দেশে পরীক্ষার সুযোগ নেই, সেগুলো বিদেশে পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি, কিছু আলামত বিদেশে পাঠাব। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে, সেখানেই পাঠানো হবে।’
চূড়ান্ত প্রতিবেদন কত দিনের মধ্যে দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সেটা এই মুহূর্তে বলতে পারছি না। কিছু জিনিস যাবে, আসবে (পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে, ফিরবে)। এরপরও যত দ্রুত করা সম্ভব সেটা আমরা করব।’