Homeদেশের গণমাধ্যমেঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট

ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট


ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ড শেষে ঈদের বিরতিতে গিয়েছিল ক্লাবগুলো। রবিবার নবম রাউন্ড দিয়ে পুনরায় শুরু হবে এই টুর্নামেন্ট। মিরপুর ও বিকেএসপির দুই মাঠে ছয়টি দল মাঠে নামবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এছাড়া বিকেএসপির দুই মাঠের একটিতে শাহীনপুকুর ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড এবং অন্যটিতে গুলশান ক্রিকেট ক্লাব ও ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে নামবে। 

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান অনুযায়ী ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী লিমিটেড। দুইয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও তিনে মোহামেডান স্পোর্টিং; দুই দলেরই পয়েন্ট ১২ তবে নেট রানরেটে এগিয়ে গাজী গ্রুপ। ১০ পয়েন্ট নিয়ে চারে আছে প্রাইম ব্যাংক, সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে পাঁচে অগ্রণী ব্যাংক এবং ষষ্ঠ স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ ৩ রাউন্ডে পয়েন্ট টেবিলে হতে পারে ওলট-পালট। শীর্ষে থাকা আবাহনীর পরের তিন ম্যাচ শাইনপুকুর, প্রাইম ব্যাংক এবং চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে। অন্যদিকে, মোহামেডানের বাকি তিন ম্যাচ প্রাইম, অগ্রণী ও আবাহনীর বিপক্ষে। এখানে হার-জিতের সমীকরণে পয়েন্ট টেবিলে উত্থান-পতন আসবেই। 

ঈদের আগে হার্ট অ্যাটাক করে মৃত্যুর দুয়ার থেকে ফিরলেও খেলার মতো অবস্থায় নেই তামিম।  হয়তো ঢাকা লিগে শেষ ম্যাচটাই খেলে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে ফেলা এই ওপেনার। ২ সেঞ্চুরিসহ লিগে ৮ ম্যাচে ৭ ইনিংসে ৩৬৮ রান করা তামিমই মোহামেডানের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। তামিমকে ছাড়া মোহামেডান কতটুকু এগিয়ে যেতে পারবে, সেটি নিয়ে সংশয় থাকছেই।

নাজমুল শান্তর নেতৃত্বে আবাহনীও দুরন্ত ক্রিকেট খেলছে। বর্তমান চ্যাম্পিয়নদের একমাত্র হার লিগের সূচনা ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। এরপর টানা সাত ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ ম্যাচে শেষে সবচেয়ে বেশি উইকেট আবাহনীর বাঁহাতি স্পিনার রাকিুবল হাসানের। ৮ ম্যাচে উইকেট ১৭। ৮ ম্যাচে ৪১৪ রান করে পারভেজ হোসেন ইমন আছেন শীর্ষ চারে। 

অন্যদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে সহজ সমীকরণ। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ৩ দলের সঙ্গে বাকি রাউন্ডের ম্যাচগুলো খেলতে হবে তাদের। একাদশ স্থানে থাকা রূপগঞ্জ টাইগার্স, দশম স্থানে থাকা পারটেক্স স্পোর্টিং ও নবম স্থানে থাকা ব্রাদার্সের বিপক্ষে খেলা দলটি নিশ্চিত ভাবে তাদের অবস্থান সুসংহত রাখতে পারবে! ৮ ম্যাচ ৫৩০ রান করে একাই দলকে টানছেন গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয়। সামনের ম্যাচগুলোতে তার দিকেই তাকিয়ে থাকবে গোটা দল।

এর বাইরে শেষ ছয়ে ওঠার সমীকরণটা বেশ কঠিনই ধানমন্ডি স্পোর্টস ক্লাবের। পয়েন্ট তালিকার আটে থাকা নুরুল হাসান সোহানের দলকে আরও দুই ধাপ উঠতে হলে গুলশান ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স আর পারটেক্সের বিপক্ষে জিততে হবে। সেই সঙ্গে অগ্রণী ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ যেন না জিতে, সেই প্রার্থনাও করতে হবে। এইসব কঠিন সমীকরণ মেলানো গেলেই কেবল সোহানের দল সুপার লিগ খেলতে পারবে!
 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত