বিশ্ব ইজতেমার রেওয়াজ অনুযায়ী দ্বিতীয় দিনে ইজতেমা স্থলে বয়ান মঞ্চের পাশে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে বিনা যৌতুকের বিয়ে পড়ানো হবে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে।
বাদ আসর ভারতের মাওলানা জুহায়ের সাহেব এই যৌতুকবিহীন বিয়ে পড়াবেন বলে জানা গেছে। বিয়ের আগে খুতবা প্রদান করা হবে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে পড়ানো হবে। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মাঝে খোরমা খেজুর বিতরণ করার রেওয়াজ রয়েছে।
বিশ্ব ইজতেমার শুরায়ি নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশ’র মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
৫৮তম বিশ্ব ইজতেমার শুরায়ি নেজামের ৬ দিনের প্রথম পর্বের দ্বিতীয় দিন চলছে আজ। আগামীকাল তিন দিনের প্রথম ধাপের ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। পরে ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হবে এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।
আমিনুল ইসলাম/এফএ/এএসএম