Homeদেশের গণমাধ্যমে‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে আন্দোলিত আর্মি স্টেডিয়াম

‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে আন্দোলিত আর্মি স্টেডিয়াম


প্রকাশিত: ২২:৫৬, ২১ ডিসেম্বর ২০২৪  

‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্টে মঞ্চ মাতান রাহাত ফাতেহ আলী খান। ছবি : এনটিভি থেকে নেওয়া


চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থীর উদ্যোগে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’।

এই আয়োজনে আজ শনিবার (২১ ডিসেম্বর) রাতে মঞ্চ মাতান পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতেহ আলী খান।

এই কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার পারফর্মেন্স আন্দোলিত করে পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকদের। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার রয়েছে।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকেল চারটার দিকে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে।

ঢাকা/রায়হান/সাইফ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত