গ্যালান্ট বলেছিলেন, এ যুদ্ধের গতিপ্রকৃতি যথেষ্ট পরিষ্কার নয়। আর নেতানিয়াহু বলছিলেন, গাজায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই বন্ধ করা যাবে না।
গত বছর গাজায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পরপরই সাময়িকভাবে গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। ইসরায়েলের বিচারব্যবস্থাকে সংশোধন করার জন্য সরকারের পরিকল্পনাগুলো নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যাপক বিক্ষোভের মুখে গ্যালান্টকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আবারও বহাল করেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর জোট সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির গতকালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘গ্যালান্ট এখনো এমন এক ধারণায় গভীরভাবে আটকে আছেন যে পুরোপুরি বিজয় অর্জন সম্ভব নয়।’
তবে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্টজ এমন পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি মনে করেন, এ পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তার মূল্যে রাজনীতি করা হয়েছে।
আরেক বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড বলেন, ‘যুদ্ধের মাঝখানে এমন পদক্ষেপ নেওয়াটা পাগলামো।’
লাপিডের অভিযোগ, নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে ইসরায়েলের নিরাপত্তা ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের জলাঞ্জলি দিচ্ছেন।